চুরির অপবাদে নৈশপ্রহরীকে আর্থিক জরিমানার অভিযোগ মাদরাসা সুপারের বিরুদ্ধে

ঝিনাইদহের শৈলকুপায় চুরির অপবাদে এক নৈশপ্রহরীকে আর্থিক জরিমানা করার অভিযোগ উঠেছে মাদরাসা সুপারের বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার বড়দাহ দাখিল মাদারাসায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
জানা গেছে, গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বড়দাহ দাখিল মাদরসা থেকে একটি পুরনো পানির ট্যাংকি চুরি হয়। এ ঘটনায় মাদরাসা সুপার মো. নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে মাদরাসায় জরুরি মিটিং ডেকে নৈশপ্রহরী বাবুল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন সুপার নজরুল ইসলাম। মাদরাসার নৈশপ্রহরী বাবুল হোসেন বলেন, ‘আমি স্বল্প বেতনে চাকরি করি। আমাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে, সেই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।’
মাদরাসা সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানে সভাপতি নেই। তাই আমি এই আর্থিক জরিমানা করেছি। আমি এখানে দোষের কিছু দেখছি না। ঝিনাইদহের জ্যেষ্ঠ আইনজীবী মো. জাকারিয়া মিলন জানান, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা আর্থিক জরিমানা করতে পারেন না। এ জন্য আইন মোতাবেক যিনি চুরির অপবাদ দিয়ে আর্থিক জরিমানা করেছেন তাকে শাস্তির আওতায় আনতে হবে।’
শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস কালের কণ্ঠকে জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন তিনি।
