আমাদের খবর

শৈলকুপায় ব্যবসায়ীর ওপর হামলা, কাটা হলো পায়ের রগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার রাত ৮টার দিকে লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। তিনি লাঙ্গলবাধ বাজারে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন।

আহতের স্বজনরা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকো নামক স্থানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মণ্ডল ও শাহীন চুন্নু—এমন অভিযোগ উঠেছে। তারা ধারালো অস্ত্র দিয়ে জলিল মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “এ ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *