কাঁচেরকোল ইউনিয়ন
কাঁচেরকোল ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১][২][৩] এটি (১৪.৭০)বর্গ কিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১২৭১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৪ টি ও মৌজার সংখ্যা ৫ টি।হাট/বাজার সংখ্যা -৪ টি।[৪] ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান হলেন এ্যড.সালাউদ্দিন জোয়ার্দ্দার।

গ্রামসমুহ
ইউনিয়নটিতে ১৪টি গ্রাম রয়েছে।সেগুলো হল-
১.কাঁচেরকোল ২.উত্তর কচুয়া ৩.খন্দকবাড়িয়া ৪.মির্জাপুর ৫.বোয়ালিয়া
৬.জাংগালিয়া ৭.বালিয়াঘাট ৮.বৃত্তিদেবী রাজনগর ৯.ধর্মপাড়া ১০.ধুলিয়াপাড়া
১১.মধুদহ ১২.রতিডাংগা ১৩.ছাদেকপুর ১৪.হামদামপুর
শিক্ষাপ্রতিষ্ঠান
ইউনিয়নটিতে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা এবং ১ টি কলেজ আছে।