আমাদের খবর

৫৬ বছরের পর পরিবর্তন হলো শৈলকুপার ঐতিহ্যবাহী কাঁচেরকোল মাদ্রাসার নাম

কাঁচের কোল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নাম পরিবর্তন: এখন থেকে “কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা”

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নে অবস্থিত খুলনা বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটি এখন থেকে “কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা” নামে পরিচিত হবে।

১৯৬৯ সালে মরহুম জনাব আলহাজ্ব ডা. মোঃ হাবিবুর রহমান (রহ.)-এর হাত ধরে প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এটি কামিল (মাস্টার্স) স্তর পর্যন্ত পাঠদান করে আসছে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জানান, > “বর্তমান শিক্ষাব্যবস্থার ধারা ও শিক্ষার পর্যায় অনুযায়ী প্রতিষ্ঠানের নাম সংশোধন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সার্টিফিকেট ও অন্যান্য প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সহজতা আসবে।”

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে ছাত্র, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *