ডাকসু ও হল সংসদ নির্বাচন: ৫০৯টি মনোনয়ন, প্রতিদ্বন্দ্বিতায় মূল পাঁচ প্যানেল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। প্যানেল চূড়ান্ত হয়ে যাওয়ায় ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল বুধবার জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
হল সংসদে ২৩৪টি পদের জন্য বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। এর মধ্যে জমা পড়েছে ১ হাজার ১০৯টি।
প্যানেল ঘোষণা
গতকাল জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ) এবং অপরাজেয় ৭১–অদম্য ২৪ (বামপন্থী তিন সংগঠন) তাঁদের প্যানেল ঘোষণা করে। এর আগে ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (শিবির), ডিইউ ফার্স্ট, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ), ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য।
প্রধান প্রতিদ্বন্দ্বিতা
শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে মূলত পাঁচ প্যানেলের মধ্যে। এগুলো হলো—ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
- ছাত্রদল প্যানেল: ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ।
- বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ: ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস মো. আবু বাকের মজুমদার ও এজিএস আশরেফা খাতুন।
- স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য: ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে খান মাহমুদুল হাসান, আল সাদী ভূঁইয়া ও মহিউদ্দিন মাহি; এজিএস পদে জাহেদ আহমেদ।
- প্রতিরোধ পর্ষদ (বামপন্থী সাত সংগঠন): ভিপি শেখ তাসনিম আফরোজ, জিএস মেঘমল্লার বসু, এজিএস জাবির আহমেদ জুবেল।
- ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (শিবির): ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান।
আলোচনার কেন্দ্রে ডাকসু
ক্যাম্পাসে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, তাঁরা গণরুম-গেস্টরুম সংস্কৃতি আর চান না। নেতৃত্ব নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, দক্ষতা ও আন্দোলনে ভূমিকা বিবেচনা করবেন।
সর্বজনীনতার প্রচেষ্টা
বেশির ভাগ প্যানেল নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে। শিবির ও ছাত্রদল উভয়েই ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রার্থী করেছে। বৈষম্যবিরোধী ও প্রতিরোধ পর্ষদেও নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মনোনয়ন জমা দেওয়ার সময় ছাত্রদল সমর্থক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি একাধিক সমর্থক নিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তার দাবি, অভিযোগের পরপরই প্রার্থীদের সতর্ক করা হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দল
গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের মধ্যে মনোনয়ন নিয়ে কোন্দল দেখা দিয়েছে। অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।