গাড়াগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি, লুঠ ১.২৫ লক্ষ টাকা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল কেটে প্রবেশ করে ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরেরা ব্যাংকের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায়।
বুধবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে ব্যাংকের কর্মচারীরা কার্যালয়ে এসে চুরির বিষয়টি দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্যাংক শাখাটি অবস্থিত। চোরেরা রাতের আঁধারে ভবনের পেছনে মই লাগিয়ে জানালা দিয়ে ভেতরে ঢোকে। এরপর তারা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা লুঠ করে এবং ধরা পড়ার ভয়ে সিসি ক্যামেরার ডিভাইসগুলোও নিয়ে যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি নিশ্চিত করেন যে, চোরেরা ভল্টের তালা ভেঙে টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।