“মানবিক” ডাক্তারের হঠাৎ বদলিতে শৈলকূপায় উদ্বেগ-ক্ষোভ, বদলির আদেশ বাতিলের দাবি

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুনের বদলির আদেশে উপজেলার সর্বস্তরের মানুষ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে পরিচিত এই ডাক্তারের হঠাৎ বদলির খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে হতাশার ছায়া।
জানা যায়, খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে একটি তদন্তের ভিত্তিতে এই বদলির আদেশ জারি করা হয়। তবে তদন্তের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারী কর্মকর্তা ডা. সাজ্জাদ জানান, তদন্তকালীন সময় ডা. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অভিযোগকারীও তদন্তের সময় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ডা. মামুনকে পরিকল্পিতভাবে প্রতিহিংসার জালে ফেলা হয়েছে।
এলাকাবাসী বলছেন, তিনি দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসাসেবা অনেক উন্নত হয়েছে এবং রোগীরা সহজেই চিকিৎসা সেবা পাচ্ছিলেন।
বদলির প্রভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা:
এলাকাবাসী আশঙ্কা করছেন, ডা. মামুনের বদলিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও রোগী পরিবারের পক্ষ থেকে একযোগে দাবি করা হয়েছে— “মানবিক এই ডাক্তারকে হারালে শৈলকূপার সাধারণ মানুষের চিকিৎসা সেবায় বিরূপ প্রভাব পড়বে।”
ফলে, অবিলম্বে এই বদলির আদেশ বাতিল করে ডা. আব্দুল্লাহ আল মামুনকে তার আগের পদে বহাল রাখার জোর দাবি জানিয়েছে শৈলকূপার জনগণ।
